এলার্জি জনিত ঠান্ডা বা সর্দি কি?

এলার্জি জনিত সর্দি ‘ আমাদের শরীর সব সময়ই ক্ষতিকর বস্তুকে (পরজীবী,ছত্রাক,ভাইরাস এবং ব্যাকটেরিয়া)প্রতিরোধের মধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এই প্রচেষ্টাকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বলাহয়। কিন্তু কখনো কখনো আমাদের শরীরে সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তকেও ক্ষতিকর ভেবেপ্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এঅস্বাভাবিক প্রতিক্রিয়াকে এলার্জি জনিত সর্দি বলা হয়। 

নাকের এলার্জি জনিত সর্দির কারণ

নাকে ধুলা,ময়লা,ফুলের রেনু,প্রাণীর পশম বা চুল,প্রসাধনী সামগ্রী। যেসব রোগীর বংশাণুক্রনিকভাবে এলার্জি হওয়ার প্রবণতা বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখাযায় কিছু কিছু এলাৰ্জনের সংস্পর্শে এলে রক্তের আইজিএর (ige )মাত্রা অনেক বেড়ে যায় এবং শরীরের ভিবিন্ন জায়গাতে বিশেষকরে নাকে অবস্থিত মাস্ট সেল নামক এক ধরনের কোষের সঙ্গে লেগে থাকে। কোনভাবে শরীরে আবার এই এলাৰ্জনের সংস্পর্শে এলে মাস্ট সেলগুলো ভেঙ্গেযায় এবং এর ভাসো একটিভ এমাইন নির্গত হয়। এই রাসায়নিক পদার্থগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উপসর্গ গুলো ঘটায়।

সর্দি হাঁচি থেকে মুক্তির উপায়

এলার্জি প্রতিরোধ: আপনি যদি আপনার এলার্জি কারণ জানেন, তাদের থেকে দূরে থাকা এবং পর্যাপ্ত সতর্কতা নেওয়া উচিত।

নাকের এলার্জির প্রকারভেদ (classification )

এলার্জিক রানাইটিস দুই প্রকার, যথা :

     সিজন্যাল এলার্জিক রানাইটিস :বছরের একটি নিদৃস্ট সময়ে এলার্জিক রানাইটিস হলে একে  সিজন্যাল  এলার্জিক রানাইটিস বলাহয়।

     পেরিনিয়াল এলার্জিক রানাইটিস: সারাবছর ধরে এলার্জিক রানাইটিস হলে একে পেরিনিয়াল এলার্জিক রানাইটিস বলাহয়।

নাকের এলার্জি লক্ষণ ও উপসর্গ

সিজন্যাল এলার্জিক রানাইটিস —

     *ঘন ঘন হাঁচি

     *নাকদিয়ে পানি পড়া

     *নাসান্দ্র বন্ধ হয়ে যাওয়া।

     *চুখ দিয়ে পানিপড়া।

     *চোখে তীব্র ব্যাথা অনুভব করা।

পেরিনিয়াল এলার্জিক রানাইটিস:—

পেরিনিয়াল এলার্জিক রানাইটিস এর উপসর্গগুলো সিজন্যাল এলার্জিক রানাইটিস এর মতই। তবে এক্ষেত্রে উপসর্গগুলোর তীব্রতা কম হয় এবং স্থায়িত্ব বেশিহয়।

এলার্জি জনিত সর্দির চিকিৎসা (treatment)

নাকের এলার্জি জনিত সর্দির চিকিৎসা আপনার এলার্জি কারণ এবং লক্ষণের উপর নির্ভর করে। নিম্নলিখিত চিকিৎসা পদক্ষেপ গুলি আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে নির্ধারণ করা উচিত:

এলার্জি টেস্ট: প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনার ডাক্তার এলার্জি টেস্ট করতে পারেন, যেখানে আপনার আত্মীয় এলার্জি কারণ নির্ধারণ করা হবে।

নাকের এলার্জি ঔষধ এর নাম

     ১) যখন এলার্জির সুনিদৃষ্ট কারণ খুঁজে পাওয়া যায় তখন তা পরিহার করে চললেই সহজ উপায়ে এলার্জি নিয়ন্ত্রণ করা যায়। 

    ২) এন্টিহিস্টামিন ও নেজাল স্টেরয়েড

নিউমোনিয়া কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা