ডেসলোরাটাডিন কি 

এটি একটি অত্যন্ত কার্যকরী, দ্রুত ও দীর্ঘস্থায়ী এন্টিহিস্টামিন ঔষধ। এটি সুনিদিষ্ঠ ভাবে শুধু হিস্টামিন H1 রিসেপ্টরের কার্যকারিতা বিনষ্ট করে।

ডেসলোরাটাডিন কিসের ঔষধ

এলার্জিজনিত রাইনাইটিস : এলার্জিক রাইনাইটিস এর ন্যাসাল ও নন-ন্যাসাল উপসর্গ উপশমে এটি নির্দেশিত।
ক্রনিক ইডিওপাথিক আর্টিক্যারিয়া : যারা ক্রনিক ইডিওপাথিক আর্টিক্যারিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে প্ররাইতাসের সিমসটোনিক উপশমে এবং হিভসের সংখ্যা ও আকার কমাতে ইহা নির্দেশিত।

ডেসলোরাটাডিন খাওয়ার নিয়ম

৬/১২ বছরের শিশুদের : ২.৫ মিলি গ্রাম করে দিনে ১ বার।
১২ বছরের উর্ধে : ১ টি ট্যাবলেট (৫ মিলি গ্রাম) দিনে একবার।
৬ মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ইহা কার্যকর ও নিরাপদ কিনা তা এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে।
Desloratadine
Desloratadine
👉যাদের যকৃত ও কিডনির জটিলতা আছে তাদের জন্য প্রতি ১ দিন অন্তর ১টি করে ট্যাবলেট সুপারিশ কৃত যা নির্ভর করবে অভিজ্ঞ ডাক্তারের সিদ্ধান্তের উপর।

ডেসলোরাটাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত ইহা সুসহনীয়। কিছু সংখ্যাক রোগীদের ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া,অবসাদ,মাংসপেশিতে ব্যথা ও তন্দ্রা জাতীয় বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। কদাচিৎ হয় এরকম প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, বমি বমি ভাব, মাথা ঝিম ঝিম করা,বদহজম ইত্যাদি।

ডেসলোরাটাডিন এর সতর্কতা

হেপাটিক,রেনাল এবং হৃদযন্ত্রের কার্যকারিতা কমার মাত্রা বৃদ্ধি পেলে এবং আনুষঙ্গিক জটিলতা কিংবা অন্য ঔষধ গ্রহণের ক্ষেত্রে বৃদ্ধাবস্থায় ইহার মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
—————————————————————————
আরো কিছু প্রচলিত এন্টিহিস্টামিন ঔষধ এর তালিকা