ফেক্সোফেনাডিন এর ফার্মাকোলজি (Pharmacology)

ফেক্সফেনাডিন একটি তৃতীয় প্রজম্মের দীর্ঘ মেয়াদি H1 রিসেপ্টর প্রতিরোধক। ফেক্সফেনাডিন রক্ত থেকে ব্রেইনে শোষিত হয় না তাই এটি খেলে কোন ধরনের মাথা ঝিম ঝিম ভাব তৈরি করেন।

ফেক্সফেনাডিনে টেবলেট: প্রতিটি ফিল্ম-কোটেড ট্যাবলেটে  আছে , ফেক্সফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউ এস পি ১২০ মি,গ্রা। ও

ফেক্সফেনাডিন সাসপেনশন : প্রতি ৫ মি, লি, সাসপেনশনে আছে ফেক্সফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউ এস পি ৩০ মি,গ্রা।

ফেক্সোফেনাডিন এর ব্যবহার বা কার্যকারিতা

সিজনাল এলার্জিক রাইনাইটিস,ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া।

ফেক্সোফেনাডিন এর সেবন মাত্রা বা খাওয়ার নিয়ম

  • ৬ মাস থেকে ২বছরের কম বয়সী শিশুদের জন্য :১৫ মি,গ্রা(২.৫ মি,লি,অথবা ১/২ চা চামচ )দিনে ২বার।
  • ২ থেকে ১১ বছর বয়সী শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস ক্ষেত্রে :৩০ মি,গ্রা(৫মি,লি,অথবা ১ চা চামচ )দিনে ১বার।

২ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে : ৩০ মি,গ্রা(৫মি,লি,অথবা ১ চা চামচ )দিনে ২বার।

  • পূর্ন বয়স্ক এবং ১২ বছরের উর্ধে ৬০ মি,গ্রা (১/২ টি ট্যাবলেট )প্রতি ১২ ঘন্টা পর পর। অথবা ১২০ মি,গ্রা দিনে ১বার। সর্বোচ্চ ১৮০মি,গ্রা দিনে ১বার সেবন করা যায়।

ফেক্সোফেনাডিন এর প্রতিনির্দেশনা

ফেক্সফেনাডিন হাইড্রোক্লোরাইড বা এর কোন উপাদানের প্রতি সংবেদনশীল হলে ঔষধটি নির্দেশিত নয়

ফেক্সোফেনাডিন এর পূর্বসতর্কতা

ফেক্সফেনাডিন হাইড্রোক্লোরাইড কিডনি দিয়ে নিঃসৃত হয় বলে জানা গেছে এবং যে সকল রোগীর বৃক্কের কার্যকারিতা কম তাদের ক্ষেত্রে এই ঔষদের বিষক্রিয়ার সম্বাবনা বেশী।

যেহেতো বৃদ্ব লোকদের ক্ষেত্রে বৃক্কের কার্যকারিতা কম হবার সম্ভাবনা বেশি থাকে, তাই তাদের ক্ষেত্রে ব্যাবহারের সময় ঔষদের মাত্রা নির্ধারণ ও বৃক্কের কার্যকারিতার

উপর বিবেচনা করতে হবে।যে সকল রোগীর বৃক্কের কার্যকারিতা কম তাদের ক্ষেত্রে প্রতিদিন ৬০ মি,গ্রা হওয়া উচিত।

ফেক্সোফেনাডিন গর্ব বতি ও স্তন্যদানকরি মায়েদের ক্ষেত্রে :

গর্ব বতি ও স্তন্যদানকরি মায়েদের এ ঔষধ নিরাপদ ব্যাবহার সম্পকর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  গর্ব বতি মায়েদের ক্ষেত্রে এর ব্যাবহার বিশেষ ভাবে পর্যালচনা করা উচিত।

মাতৃ দুগ্ধে এ ঔষধ নিঃসৃত হয় কিনা তা যানা যায়নি। তাই গর্ব বতি ও স্তন্যদানকরি মায়েদের ক্ষেত্রে এ ঔষধ সতর্ক ভাবে ব্যাবহার করা উচিত।

ফেক্সোফেনাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া (Side effects)

ইরাইথ্রোমাইসিন বা কিটোকোনাজলের সাথে ব্যাবহার এ ঔষধ আর ঘনত্ত বেড়ে যায়।

এলোমোনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ এন্টাসিড এর সাথে বেবহার এর শোষণ মাত্রা কমে যায়।

সরবরাহ 

ট্যাবলেট,সাসপেনশন