Ampicillin 500mg কি ?

এম্পিসিলিন পেনিসিলিন গ্রূপের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টিবায়ুটিকে। ইহা বিস্তৃত বর্ণালীর যা গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্বে কার্যকর। ইহা ব্যাকটেরিয়ার কুষ প্রাচীর সংস্লেশনে বাধা দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে।

এম্পিসিলিন কখন খাওয়া উচিত?

পাকস্থলীর এসিডে এম্পিসিলিন নষ্ট হয়না। পাকস্থলী খাদ্যদ্রব্যপূর্ন থাকাকালীন এম্পিসিলিন পুরোমাত্রায় শোষিত হয়না, তাই খাবার গ্রহণের আধ ঘন্টা পূর্বে গ্রহণ করা উচিত।

এম্পিসিলিন এর  উপাদানঃ

  • ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে ২৫০ মি,গ্রা যা এম্পিসিলিনের সমতুল্য এম্পিসিলিন ট্রাইহাইড্রেট বিপি।
  • পাউডার ফর সাসপেনশন: প্রস্তুতকৃত এম্পিসিলিন সাসপেনশনের প্রতি ৫ মিলি এ আছে ১২৫ মি,গ্রা যা এম্পিসিলিনের সমতুল্য এম্পিসিলিন ট্রাইহাইড্রেট বিপি।
  • ইঞ্জেকশন ২৫০: প্রতি ভায়ালে আছে স্টেরাইল এম্পিসিলিন সোডিয়াম বিপি যা ১২৫ মি,গ্রা যা এম্পিসিলিনের সমতুল্য।

এম্পিসিলিন এর  নির্দেশনা

Ampicillin 500mg used for (এম্পিসিলিনের সাধারণ ব্যবহার )

  1. শ্বাসতন্ত্রের সংক্রমণঃ টনসিলাইটিস,ফ্যারিনজাইটিস,লেরিনজাইটিস ,ব্রঙ্ক্রাইটিস,নিউমোনিয়া,ওটাইটিস মিডিয়া ,র্বস্ক্রিয়েটিস।
  2. পরিপাকতন্ত্রেরসংক্রমণঃটাইফয়েড,প্যারাটাইফয়েড,রক্তামাশয়,গ্যাস্ট্রাইন্টারাইটিস।
  3. মূত্রতন্ত্রের সংক্রমণঃ সিস্টাইটিস,পায়েলাইটিস,পায়েলুনেফ্রাইটিস,প্রোস্টেট গ্রন্থির প্রদাহ এবং গনকক্কাল ইউরেথ্রাইটিস।
  4. অন্যান্ন সংক্রমণঃঅস্রপাচার পরবর্তী সংক্ৰমন,সেপ্টিসেমিয়া,দাঁতের সংক্ৰমন ,এন্ড্রোকার্ডাইটিস,মেনিঞ্জাইটিস,অস্টিওমায়েলাইটিস।

এম্পিসিলিন এর  মাত্রা ও ব্যাবহার বিধি

Ampicillin 500mg dosage how many days or ampicillin 500mg how to take.

  • শ্বাসতন্ত্রের সংক্রমণঃ প্রাপ্ত বয়স্কদের ২৫০মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর।
    শিশুদের প্রতি কে জি ওজনের জন্য ৫০ মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর ৭ দিন.
  • পরিপাকতন্ত্রেরসংক্রমণঃ প্রাপ্ত বয়স্কদের ৫০০মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর। শিশুদের প্রতি কে জি ওজনের জন্য ১০০ মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর ৭ দিন.
  • মূত্রতন্ত্রের সংক্রমণঃ প্রাপ্ত বয়স্কদের ৫০০মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর। শিশুদের প্রতি কে জি ওজনের জন্য ১০০ মি,গ্রা, প্রতি ৬ ঘন্টা পর পর ৭ দিন. গনোরিয়ায়-৩.৫গ্রাম এম্পিসিলিনের সাথে ১ গ্রাম প্রবেনেসিড একক মাত্রা।

Ampicillin এর  প্রতিনির্দেশনাঃ

পেনিসিলিনের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এ ঔষধ ব্যাবহার করা যাবেনা।

এম্পিসিলিন এর  সতর্কতা

প্রায় সববৃস্তিত বর্ণালীর এন্টিবায়োটিকের মত এম্পিসিলিন জীবাণুরোধী অতিসংক্ৰমন সৃষ্টি করতে পারে। অতিসংক্ৰমনের ক্ষেত্রে এ ঔষধ ব্যাবহার বন্ধ করতে হবে এবং প্রয়জনীয় পদক্ষেপ নিতে হবে।

এম্পিসিলিন এর  পার্শপ্রতিক্রিয়া:

পার্শপ্রতিক্রিয়া খুবই কম,মৃদু,ও ক্ষণস্থায়ী। মাঝে মাঝে আর্টেকেরিয়া,উদারাময়,বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

এম্পিসিলিন ইঞ্জেকশনের ব্যাবহার – Ampicillin 500mg injection

মাংসপেশিতে :২৫০ মি,গ্রা, এর ভায়ালের সাথে ১.৫মি,লি বা ৫০০মি,গ্রা ভায়ালের সাথে ২.৫মি,লি ওয়াটার ফর ইঞ্জেকশন মিশিয়ে নিতে হবে।

শিরাপথে :২৫০ মি,গ্রা, এর ভায়ালের সাথে ৫-১০ মি,লি বা ৫০০মি,গ্রা ভায়ালের সাথে ৫-১০ মি,লি ওয়াটার ফর ইঞ্জেকশন মিশিয়ে নিতে হবে। এরপর দ্রবনকে ৩-৪ মিনিট ধরে ধীরে ধীরে শিরায় অথবা ড্রিপটিউবে প্রয়োগ করতে হবে।