এটি ভিটামিন বি1(থায়ামিন),বি 6(পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড)এবং বি 12 (সায়ানোকোবালামিন) এর সমন্বয়ে গঠিত। এসব ভিটামিন স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিপাকের জন্য অত্যাবশ্যক।  এ সব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধমে নার্ভ ফাইবার ও মায়ালিনশিথ পুনর্গঠন করে। এই তিনটি ভিটামিনের সমন্বয় পৃথক যে কোনটি হতে অধিকতর কার্যকারিতা প্রদর্শন করে। 

উপাদান 

ট্যাবলেট : প্রতিটি ফিল্ম-কোটেড ট্যাবলেটে আছে –

থায়ামিন মনোনাইট্রেট (ভিটামিন বি1) বিপি                  ১০০ মি গ্রা। 

পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (ভিটামিন বি6)বিপি        ২০০ মি গ্রা।

সায়ানোকোবালামিন               (ভিটামিন বি12)বিপি        ২০০ মি গ্রা।

ইঞ্জেকশন: প্রতিটি ৩ মি,লি, এম্পুলে আছে –

থায়ামিন মনোনাইট্রেট (ভিটামিন বি1) বিপি                  ১০০ মি গ্রা। 

পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (ভিটামিন বি6)বিপি        ২০০ মি গ্রা।

সায়ানোকোবালামিন                (ভিটামিন বি12)বিপি        ১ মি গ্রা।

নির্দেশনা 

 ভিটামিন বি1,বি6 এবং বি12 সংস্লিষ্ঠ ভিটামিন সমূহের অভাবজনিত রোগে নির্দেশিত। 

  • পলিনিউরোপ্যাথি যেমনঃ ডায়াবেটিক,এলকোহলিক অথবা টক্সিক নিউরোপ্যাথি। 
  • নিউরাইটিস এবং সারভাইক্যাল সিনড্রোম। 
  • সোলডার-আর্ম সিনড্রোম ও সায়াটিকা। 
  • পেরিফেরাল নিউরোলজিয়া ও ফেসিয়াল নিউরোলজিয়া। 
  • লাম্বাগো এবং ইন্টাকোস্টাল নিউরোলজিয়া। 
  • মায়ালজিয়া ও স্পাইনের ব্যথা। 
  • হারপিস জোস্টারে নির্দেশিত। 

সেবন মাত্রা ও প্রয়োগবিধি 

ভিটামিন বি1,বি6 এবং বি12 ট্যাবলেট : ১-৩ টি ট্যাবলেট দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। 

ইনজেকশন : এটি ইন্ট্রামাসকুলার ইনজেকশন(গভীর মাংসে ) হিসাবে প্রয়োগ শ্রেয়। মারাত্বক ক্ষেত্রে একটি করে এম্পুল যতক্ষন পর্যন্ত না তীব্র উপসর্গ প্রশমিত হয়। মাঝারি ধরনের সমস্যার ক্ষেত্রে এবং ফলোআপ থেরাপির জন্য সপ্তাহে ২-৩ এম্পুল নির্দেশিত। 

পার্শ্ব প্রতিক্রিয়া

 ভিটামিন বি২(থায়ামিন),বি৬(পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড)এবং বি১২ (সায়ানোকোবালামিন)  সাধারণত সুসহনীয়।  অতিসংবেদনশীল বিক্রিয়া খুব কম ক্ষেত্রে দেখাযায়।

প্রতিনির্দেশনা 

যে সকল রোগী লেভোডোপা গ্রহণ করছে এবং যাদের উপরোক্ত ঔষদের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ব্যবহার করা উচিত নয়।  

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে 

এ বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।