হার্ট ফেইলর কি?

যখন হার্ট প্রয়জনীয় জথেষ্ট পরিমান রক্ত পাম্পস করে দেহে সঞ্চারিত করতে পারেনা তখনই হার্ট ফেইলর বলে। ইহা তখনই বলব যখন শরীরের চাহিদা অনুসারে হার্ট সংকোচনে করতে পারে না,অথবা চাহিদা মেটাতে গেলে শিরার চাপ অনেক বেড়ে যায়। তাই হার্ট ফেইলর মানেই মৃত্যু নয়। অতন্ত মৃদু অবস্থায় হার্ট বিশ্রামের সময় প্রয়োজনীয় যথেষ্ট পরিমান রক্ত সঞ্চালন করতে পারে তা যথেষ্ট নয়। এটি হঠাৎ হতে পারে ,আবার ধীরে ধীরেও হতে পারে। যখন হার্ট তার বিপর্য্যকে মেনে নেবার জন্য হার্ট এর কিছু কিছু পরিবর্তন হয় ;যেমনঃ 

  • .হার্টের চেম্বার বড় হয় (Heart chambers are enlarged)
  • .হার্টের মাংস  পুরো  হয় 
  • .হার্টের রেট বেড়ে যায় (Heart rate increases)

হার্ট ফেইলর এর কারণ

যেসব কারনে এটি হয়ে থাকে ,তাহলো :

  • .হঠাৎ চিকিৎসা বন্ধ করা বা কমিয়ে দেয়া 
  • হার্টের ক্রিয়া কমায় এমন ঔষদ ব্যাবহার করা , যেমনঃ বিটা ব্লকার (beta blockers)কর্টিকোস্টেরয়েড (corticosteroids)ইত্যাদি। 
  • .শারীরিক ও মানসিক শ্রম। 
  • .হার্টের ছন্দহীনতা (Heart arrhythmias)
  • .একই সাথে অন্নান্য রোগ ,
  • .পালমোনারি আম্বোলিজম 
  • . যখন দেহের চাহিদা বেড়ে যায় , যেমন :গর্বা অবস্থায় , রক্ত সল্পতায়। 

হার্টের অব্ভন্তরে রক্ত চলাচলের গতিপথ নিম্নরূপঃ 

  • ১-সুপিরিয়ার ও ইনফিরিয়র ভেনা কেভা দ্বারা হার্টের ডান অলিন্দে অক্সিজেনহীন রক্ত প্রবেশ করে। 
  • ২-ডান অলিন্দ থেকে রক্ত ট্রাইকাস্পিড পথ দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এখানে যে দরজাটি আছে তাকে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ব। 
  • ৩-ডান নিলয়ে রক্ত পালমোনারি পথ দিয়ে দুই ফুসফুসে সঞ্চালিত হয়। এই পথে যে দরজাটি আছে তাকে বলাহয় পালমোনারী ভাল্ব। 
  • ৪-ফুস ফুস থেকে রক্তে বিনিময় হয়ে অক্সিজেন সমৃদ্ব রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। 
  • ৫-বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে , মাইট্রাল পথ দিয়ে এখানে যে দরজা আছে তার নাম মাইট্রাল ভাল্ব। 
  • ৬-বাম নিলয় থেকে প্রতিবার হার্ট সংকুচিত হলে, রক্ত দিয়ে সারাদেহ সঞ্চালিত হয়। এখানে যে কপারটি থাকে তার নাম আওরটিক ভাল্ব। 

হার্টের কার্যপ্রণালীর ভিত্তিতে ডান অলিন্দ ও ডান নিলয় কে একত্রে রাইট হার্ট বলাহয়। আর বাম অলিন্দ ও বাম নিলয়কে একত্রে লেপ্ট হার্ট বলে। এই দুই হার্টের মাজখানে আছে একটি প্রাচীর তার নাম সেপ্টম (septum).

হার্ট ফেইলর কত প্রকার ও কি কি?

  • ডান হার্টের-রাইট হার্ট ফেইলর (right heart failure)
  • বাম হার্টের-লেফট হার্টের ফেইলর(left heart failure)
  • এবং উভয় হার্টের হার্ট ফেইলর biventricular failure হতে  পারে। 

বাম হার্টের ফেইলর(left heart failure) কারণ :

  • .উচ্চ রক্তচাপ 
  • .এম ,আই 
  • .আওরটিক ভাল্বের রোগ। 

হার্ট ফেইলর এর লক্ষণ ও উপসর্গ (Signs and symptoms)

  • সামান্য কাজ করলে নিঃশ্বাসে কষ্ট হয় 
  • রাত্রে হঠাৎ করে নিঃশ্বাসে কষ্ট হয়
  • এজমার মতো শাই শাই শব্দ করে 
  • কাশি 
  • পালপেটেশন বা বুক ধড়পড় করে 
  • নাড়ীর স্পন্দন 
  • রক্তচাপ বেশি 
  • এপেক্স বিট বাইরের দিকে এবং নিচে সরে যায় 

হার্ট ফেইলর এর চিকিৎসা

.রোগীদের মাথার দিকে উঁচু করে সোয়াতে হবে ,

.অক্সিজেন দিতে হবে , তারপর ডাক্তারের পরামর্শ নিন 

রাইট হার্টের ফেইলর(left heart failure) কারণ :

 

  • ১.বাম হার্ট ফেইলিওর এর ফলসরূপ 
  • ২.মাইট্রাল স্টেনোসিস 
  • ৩.দীর্ঘস্থায়ী ব্রসক্সক্যাটিস,ইমফাইসিমা 

হার্ট ফেইলর এর লক্ষণ ও উপসর্গ (Signs and symptoms)

  • .ক্লান্তি ,দুর্বলতা 
  • .পা ফুলে যাওয়া ,পেট ফুলে যাওয়া
  • .ডানদিকে উপরের পেটে ব্যাথা 

হার্ট ফেইলর এর চিকিৎসা

.রোগীদের মাথার দিকে উঁচু করে সোয়াতে হবে ,

.অক্সিজেন দিতে হবে , 

. ডাইইউরেটিক 

.পটাসিয়াম যতদিন frusimide ব্যবহূত হয় 

.ডিজিটালাইজেশন 

.কারন অনুসারে চিকিৎসা